২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের আয়োজন করেছে।
নভেম্বর মাসজুড়ে তারা মুখোমুখি হবে আফ্রিকার বেশ কয়েকটি শক্তিশালী দলের সঙ্গে, যা ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৪ নভেম্বর বাংলাদেশের সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে। জানা গেছে, আর্জেন্টিনাকে আতিথ্য দিতে অ্যাঙ্গোলা ফুটবল অ্যাসোসিয়েশন প্রায় ১৭০ কোটি টাকা পরিশোধ করবে। যদিও ম্যাচ শেষে আর্জেন্টিনার ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।
অন্যদিকে, ব্রাজিল তাদের ইউরোপ সফর শুরু করবে ১৫ নভেম্বর থেকে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথমে তারা সেনেগালের বিপক্ষে খেলবে, এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে তিউনিসিয়ার মুখোমুখি হবে। এই দুটি ম্যাচকে ব্রাজিল তাদের নতুন কোচের অধীনে দল পরখ করার দারুণ সুযোগ হিসেবে দেখছে।
তবে দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য দুঃসংবাদ হলো— আর্জেন্টিনা ও ব্রাজিলের এই প্রীতি ম্যাচগুলো উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। ফলে সমর্থকদের অনলাইন প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক স্পোর্টস স্ট্রিমিংয়ের ওপর নির্ভর করতে হবে।
এদিকে ইউরোপেও শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াই। আজ থেকে মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালির মতো শীর্ষ দলগুলো। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে, যেখানে একাধিক দেশ তাদের বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ পাবে।
সব মিলিয়ে নভেম্বর মাসটি ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠছে রোমাঞ্চকর— লাতিন আমেরিকার প্রীতি ম্যাচ আর ইউরোপের বাছাইপর্বের লড়াই মিলিয়ে মাঠে উত্তাপ ছড়াবে বিশ্বজুড়ে।


































