শেখ হাসিনার পদত্যাগে গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
Published : ১৪:২৫, ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা আহাজ্জাদ হোসেন খিপু মিয়া, হাফিজুর রহমান মোরাদ বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। সকল হত্যার বিচার করার দাবী জানান তারা।
বিডি/এন


































