আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ডের সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি

আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ডের সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি

বিনোদন ডেস্ক:

Published : ১৪:২৫, ২১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ মেটাল ব্যান্ড ‘ড্রপআউট কিংস’র প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি আত্মহত্যা করেছেন। গত ১৯ মে মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। স্ত্রী জেমি এবং ১৮ মাসের ছেলে জুডকে রেখে গেছেন এ সংগীত তারকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে  এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সে গঠিত ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে তারকা গায়ক অ্যাডাম র‌্যামির মৃত্যুর তথ্য জানায়।

এ তারকার মৃত্যুতে ব্যান্ড থেকে কয়েকটি ছবি পোস্ট করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের ভাই অ্যাডাম র‌্যামি মারা গেছেন। তার আবেগ, শক্তি ও সংগীতের প্রতি ভালোবাসা ড্রপআউট কিংসকে প্রতিষ্ঠিতভাবে গড়ে তুলেছিল এবং অসংখ্য জীবনকে স্পর্শ করেছিল।

জীবন এমনভাবে আসে যা আপনি কখনোই ভবিষ্যৎদ্বাণী করতে পারবেন না। আপনার ভাই ও বন্ধদের সঙ্গে স্বপ্নের পেছনে ছুটে চলা এবং তা বাস্তবায়নে রোলারকোস্টার হওয়া, এটি এমন আনন্দ যা খুব কম মানুষই প্রকৃত অর্থে জানতে পারেন। আর ড্রপআউট কিংস হিসেবে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা অত্যন্ত ধন্য হয়েছি। এখনো আমরা আশা করতে পারি না যে, সবকিছু আমাদের স্বপ্নের মতো চলবে এবং বুঝতে পারি না যে, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত কতটা বিশেষ, যতক্ষণ না মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়।

এদিকে গায়কের শ্যালিকা কর্তৃক প্রতিষ্ঠিত ‘গো ফান্ড মি’ থেকে জানানো হয়, ‘নেশার সঙ্গে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লড়াইয়ের পর আত্মহত্যা করেছেন অ্যাডাম র‌্যামি।

তিনি বলেন, অ্যাডাম র‌্যামি তার ৩২তম জন্মদিনের ৫ দিন আগে মারা গেছেন। তিনি কেবল আমার দুলাভাই-ই ছিলেন না, আমার কাছে একজন আপন ভাইয়ের মতো ছিলেন। আমার খারাপ সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বদা প্রিয় মানুষদের পাশে ছিলেন। 

ড্রপআউট কিংস ৩টি পূর্ণদৈর্ঘ্য প্রজেক্ট প্রকাশ করেছে, যথা―২০১৮ সালের ‘অডিওডোপ’, ২০২১ সালের ‘গ্লিচগ্যাং’ এবং ২০২৩ সালের ‘রায়ট মিউজিক’। ব্যান্ডটি চলতি বছর জানুয়ারিতে হপসিডিয়ানের সঙ্গে সবশেষ একক ‘পয়জন রান’ অ্যালবাম প্রকাশ করে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement