সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। তবে সেনাবাহিনী এই দাবি পুরোপুরি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। সেনাবাহিনীর মতে, এটি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যের কোনো সত্যতা নেই।