কালো আদা (Kaempferia parviflora) হলো একটি শক্তিশালী ভেষজ গাছ, যা আদা পরিবারের অন্তর্ভুক্ত। এটি মূলত থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণ ও উপউষ্ণ অঞ্চলে জন্মায়। স্থানীয়ভাবে "ক্রাচাই ডাম" নামে পরিচিত এই গাছটির গাঢ় বেগুনি-কালো মূল বহু শতাব্দী ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
শক্তি বাড়ানো, প্রদাহ কমানো, হরমোন ভারসাম্য বজায় রাখা এবং রক্ত সঞ্চালন উন্নত করার মতো বিভিন্ন গুণে সমৃদ্ধ কালো আদা বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনদের নজর কাড়ছে।