খেলার মাঠ থেকেই হাসপাতালে তামিম

খেলার মাঠ থেকেই হাসপাতালে তামিম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। এমন অবস্থায় সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন তামিম। তাকে শুরুতে ঢাকায় আনার চেষ্টা হলেও পরে চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সাভারের একটি হাসপাতালে তামিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আজ দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু জরুরি বিষয় নিয়ে সভায় বসার কথা ছিলো বিসিবির পরিচালনা পর্ষদের, কিন্তু তামিমের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তা স্থগিত করা হয়েছে। সভা স্থগিত হলেও ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচই চলমান আছে।

এনই

শেয়ার করুনঃ
Advertisement