মঞ্চে গাইতে গাইতে হঠাৎ পড়ে গেলেন শাকিরা

Published : ১৪:১৭, ২৮ মে ২০২৫
নিজের গান নিয়ে বিশ্বভ্রমণে অংশ হিসেবে কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বেল সেন্টারে গাইতে গাইতে আচমকা মাটিতে পড়ে গেছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা।
তখন তিনি গাইছিলেন তার বিখ্যাত গান ‘হোয়েনএভার, হয়ারএভার’ বলে জানিয়েছে পিপলডটকম।
শাকিরার সহসা পড়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পড়ে গেলেও তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে আবার চালিয়ে যান পারফরম্যান্স।
এ ঘটনায় প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে শাকিরার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের।
শাকিরার এই কনসার্ট ট্যুরটি শুরু হয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি, ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এপর্যন্ত এই ট্যুরে তিনি অংশ নিয়েছেন হিউস্টন, সান দিয়েগো, বোস্টন, টরন্টো, মায়ামির মতো শহরে।
বিডি/ও