ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

Published : ১৩:৪৩, ১৪ জুলাই ২০২৫
ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।
আরিফুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বরে ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স, আইটি, প্রকিউরমেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্কলারশিপ কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্পেরও নেতৃত্ব দিচ্ছেন।
ব্র্যাক ইউনিভার্সিটির পাশাপাশি আরিফুল ইসলাম দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি আয়েশা আবেদ ফাউন্ডেশনের মনোনীত পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
আরিফুল ইসলাম তার দীর্ঘ ২৩ বছরের কর্পোরেট ক্যারিয়ারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) গ্রুপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কর্মরত ছিলেন। তিনি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন।
এছাড়াও তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ) থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা অর্জন করেছেন।
বিডি/ও