গাইবান্ধায় হত্যা মামলায় গ্রেপ্তার ৩

Published : ১৯:২৭, ১৪ জুলাই ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জিয়াউর ইসলাম হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- ইব্রাহিম আলী (৫০), তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তারা নিহত জিয়াউরের ভাই, ভাবি ও ভাতিজা। নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে বসতবাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে বিরোধে জিয়াউর ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেন।
পরদিন শনিবার রাতে আছমা বেগম বাদী হয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামিরা বাড়িতে হামলা চালান।
এ সময় সাইফুল ইসলাম নামে এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর মারা যান। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি/ও