উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও করুল ভাংচুরের অভিযোগ

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও করুল ভাংচুরের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

Published : ১৯:৪২, ১৪ জুলাই ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁশ ও করুল ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের মৃত জহর তেলীর ছেলে আজিজার রহমান (৭২) ও পার্শ্ববর্তী মঞ্জু মিয়া (৪০) এর দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো। 

এরই জের ধরে ঘটনার দিন ১২ জুলাই সকালে মঞ্জু মিয়া ও তার লোকজন আজিজার রহমানের ১৫০টি বাঁশ ও বাঁশের করুল ভাংচুর করেন। এ ঘটনায় আজিজার রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগকারী আজিজার রহমান বলেন, বাঁশ ও বাঁশের করুল ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিলে প্রতিপক্ষ মঞ্জু মিয়া ও তার লোকজন মারপিট, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।

মঞ্জু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যেসকল অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement