হারল্যান স্টোরে ৫০০ টাকার কেনাকাটায় লাখ টাকা জেতার সুযোগ 

হারল্যান স্টোরে ৫০০ টাকার কেনাকাটায় লাখ টাকা জেতার সুযোগ 

কর্পোরেট ডেস্ক:

Published : ২৩:১২, ১৪ মে ২০২৫

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশব্যাপী শুরু করেছে ‘লাখ টাকায়, লাইফ সাজাই’ অফার। এই ঈদে হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য কিনলেই একজন গ্রাহক জিতে নিতে পারেন নগদ এক লক্ষ টাকা। 

এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় লক্ষ লক্ষ টাকার নিশ্চিত গিফট কুপন এবং বিভিন্ন পণ্যে ৫০% পর্যন্ত ছাড়।  ১২ জুন, সোমবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো আয়োজনে অফারটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। 

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।     

বিশেষ উৎসব মানেই হারল্যান স্টোরের দারুণ দারুণ সব অফার আর ক্যাম্পেইনের সমাহার। এর আগে গত ঈদ উল ফিতর উপলক্ষ্যে হারল্যান স্টোর নিয়ে এসেছিল ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন, ভালোবাসা দিবসে নিয়ে এসেছিল অথেনটিক ভ্যালেন্টাইন ক্যাম্পেইন আর গত বছর ঈদ উল ফিতরে দেশ কেঁপেছিলো হারল্যান স্টোরের লাখপতি অফার ‘অথেনটিক বিউটি কার্নিভাল’ ঝড়ে। সেই ধারাবাহিকতায় এই ঈদে এলো হারল্যানের নতুন অফার ‘লাখ টাকায়, লাইফ সাজাই’। 

বছরের সেরা এই অফারে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, হারল্যান, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ডার্মো-ইউ, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার রেঞ্জ থেকে মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই অফারে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। ১২ মে, ২০২৫ থেকে শুরু হওয়া অফারটি চলবে ৬ই জুন, ২০২৫ পর্যন্ত।  

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “হারল্যান স্টোর মানেই নিত্য নতুন চমক। বছর ঘুরে সব উৎসবেই হারল্যান তার গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার নিয়ে আসে। ‘লাখ টাকায় লাইফ সাজাই’  অফারটিও এই ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের এক অভিনব উদ্যোগ। দারুণ এই আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যি আনন্দিত।” 

হারল্যান কর্তৃপক্ষ বলেন, “প্রতিটি বড় উৎসব উপলক্ষ্যে ক্রেতাদের জন্য আমরা বিশেষ সুবিধা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এই ঈদে ক্রেতাদের জন্য রয়েছে লাখ টাকা জেতার সুযোগ। শুধু তাই নয়, থাকছে নিশ্চিত গিফট কুপন ও নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত ছাড়। প্রতিবারের মতো এবারো আমরা গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবো বলে আমরা দৃঢ়বিশ্বাসী।”

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। 

রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। 

দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।  

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement