ঢাকার বাইরে ই-ক্যাব নিয়ে যেতে চান খালিদ সাইফুল্লাহ্

Published : ২৩:২২, ১১ মে ২০২৫
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী যেখানে ভোটারের সংখ্যা ৫০২ জন৷ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এই নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন তরুণ উদ্যোক্তা ও ব্যাবসায়ী খালিদ সাইফুল্লাহ্। দীর্ঘদিন ধরে দেশের ই-কমার্স খাতে সক্রিয় থাকা এই তরুণ ঢাকার বাইরের ই-ক্যাব মেম্বার ও ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চান।
খালিদ সাইফুল্লাহ বলেন, ই-কমার্সের সম্ভাবনা শুধু রাজধানী কিংবা বড় শহরে সীমাবদ্ধ নয়। গ্রাম, উপজেলা এমনকি প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারা অসাধারণ কাজ করছেন—তাদের পাশে দাঁড়ানো, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। আমি চাই ই-ক্যাব হয়ে উঠুক দেশের সকল অঞ্চলের উদ্যোক্তাদের সমান সুযোগের প্রতিনিধি।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম অংশ হলো ঢাকার বাইরের ই-ক্যাব মেম্বার ও ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। ঢাকার বাইরের ই-ক্যাব মেম্বারদের আরও বেশি সক্রিয় করতে চাই আমি। তাদেরকে নিয়ে একটি শক্তিশালী ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা এবং সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা - এরকম কিছু বিশেষ লক্ষ্য নিয়ে আমি নির্বাচন করছি।
ভোটারদের অংশগ্রহণ ও নানা প্রতিশ্রুতিতে এবারের নির্বাচন হয়ে উঠেছে ব্যতিক্রমধর্মী। খালিদ সাইফুল্লাহর মতো নতুন চিন্তাধারার প্রার্থীরা ভোটারদের মধ্যে জাগাচ্ছেন ভরসা ও প্রত্যাশা।
খালিদ সাইফুল্লাহ ২০১৭ সাল থেকে ই-ক্যাব ইয়ুথ ফোরামের মাধ্যমে ই-ক্যাব এ যুক্ত হোন। এরপর মেম্বার্স ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে কাজ করেন যেই কমিটির কাজ ছিল ই-ক্যাব মেম্বারদের কল্যান এবং মেম্বারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বের করে আনা। এরপর ই-ক্যাবের এফ-কমার্স এলায়েন্স এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ই-ক্যাবের পাশাপাশি বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর অফিস সেক্রেটারি এবং ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI এর গ্লোবাল ই-কমার্স স্ট্যান্ডিং কমিটি ও ব্র্যান্ডিং বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি।
এএম