কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতিকে স্থানীয় বিএনপির শুভেচ্ছা

Published : ১৮:০৫, ৪ মে ২০২৫
গাজীপুরের কাথোরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি রাসেল রানা ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া, নবনির্বাচিত অভিভাবক সদস্য ও যুগ্ম সম্পাদক শাহিন আলম, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব খান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক রনি মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মন্ডল ও সহ-যুব বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে জাকির হোসেনসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে রাসেল রানা তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিডি/ও