তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৫:৪৩, ৩ মে ২০২৫

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল প্রকার তামাক পণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ মে) সকালে টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন- ডা. শিলভানা আক্তার, রুবিনা আক্তার,টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহালম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম ও শুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের উচিত সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার নিরুৎসাহিত করা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা। বাজেটে তামাকজাত পণ্যের উপর নির্ভরযোগ্য কর বৃদ্ধির ব্যবস্থা রাখা জরুরী।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তামাকবিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement