টাঙ্গাইলে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ০৯:২৩, ১৮ মে ২০২৫

টাঙ্গাইলে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

শনিবার (১৭ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকার আজিজুর রহমানের মেয়ে তন্নী আক্তার (২২)। তন্নী সরকারি সাদ’ত কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সারায়োর হোসেন বলেন, হতাহতরা মহাসড়কের আশেরপুর বাইপাস থেকে
মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা কান্দিলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তন্নী আক্তার মারা যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement