টাঙ্গাইলে মুরগীর ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

টাঙ্গাইলে মুরগীর ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৭:২০, ১৮ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে এক মুরগীর ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার সকাল ১১টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের বলদকুড়া এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার বা শনিবার রাতের যেকোন এক সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ফার্মের পেছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়।

আজ সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফার্ম মালিক মোরশেদ আলম বলেন, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে আমার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। সকালে খবর পাই ফার্মের পেছনের মরদেহ পড়ে আছে। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করলে তিনি তার পরিচয় নিশ্চিত করেন।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement