রংপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

Published : ১৮:৩৬, ২০ মে ২০২৫
রংপুরের পীরগাছা উপজেলায় অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের ৪১ একর ধানক্ষেত পুড়ে যাওয়ার পর সেই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ এমএসবি ব্রিকস ইটভাটায় যৌথ অভিযান করে ইটভাটার কাঠামো ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটাটি ভেঙে ফেলা হয়েছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে ৩ ফসলি জমিতে গড়ে ওঠা এ অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৮০ জন কৃষকের ৪১ একর জমির বোরো ধানের ক্ষেত পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন।
বিডি/ও