নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ১৯:২৪, ২০ মে ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি আত্মসাৎ এ ব্যর্থ হয়ে বিএনপি নেতা বাদশা মিয়ার নেতৃত্বে হামলায় ঘটনা ঘটে। 

সোমবার (১৯ মে) উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জব্বার সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবি, উপ-জাতি বিষয়ক সম্পাদক ও মামুদ নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিএনপি নেতা বাদশা মিয়ার সাথে বিরোধ চলে আসছে চাচাতো ভাই জব্বারের।

সম্পত্তির বিষয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাদশা মিয়া তার সহযোগীদের নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে শরিকের সম্পত্তি গ্রাস করার পায়তারা করেন। দলীয় পদ-পদবি থাকায় সে এলাকায় বেপরোয়া হয়ে উঠেন। কোর্টে মামলা থাকার কারণে গত রোববার হাজিরা দিতে যায় বাদশা ও তার সহযোগীরা। হাজিরা শেষে ওই রাতে বাদশা জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরদিন সোমবার সকালে বাদশা মিয়া তার বাহাম ভুক্ত দলবলসহ জব্বারের বাড়িতে গিয়ে হামলা করে। হামলাকারীরা পিটিয়ে জব্বার মিয়াসহ ৫ গুরুতর আহত করে। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপালে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement