মিঠাপুকুরে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

মিঠাপুকুরে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

রংপুর প্রতিনিধি:

Published : ১৮:৪২, ২০ মে ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত রতনকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত রোববার রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। 

ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত রতনের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী সদস্য। মামলার পর থেকে তিনি গা ঢাকা দেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, চেয়ারম্যান রতন বিভিন্ন সরকারি বেসরকারি কাজে ইউনিয়নের বাইরে গেলে ওই নারী সদস্যকে দায়িত্ব দিতেন। এতে করে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২৮ মার্চ সরকারি বরাদ্দের বিষয়ে আলোচনার কথা বলে রংপুর নগরীর আদর্শপাড়ার ভাড়া বাসায় ওই নারী সদস্যকে ডেকে নেন। সেখানে আলোচনার একপর্যায়ে চেয়ারম্যান তাকে শারীরিক মেলামেশার প্রস্তাব দেন। তিনি এতে রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। 

এ ঘটনায় ৩ মে রতনের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। এরপর আত্মগোপনে চলে যান চেয়ারম্যান। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, এক নারী ইউপি সদস্যের ধর্ষণ মামলার পর থেকে পলাতক ছিলেন মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত রতন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‌্যাবের সহযোগিতায় তাকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসা হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement