লক্ষ্মীপুর পৌরসভায় ১০৩ কোটি টাকার ভারসাম্য বাজেট ঘোষণা

Published : ১৭:০৮, ৯ জুলাই ২০২৫
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকার আয়-ব্যয়ের ভারসাম্য বাজেট ঘোষণা করেছে লক্ষ্মীপুর পৌরসভা।
বুধবার (৯ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জসিম উদ্দিন।
পৌর প্রশাসক জানান, এবারের বাজেটে রাজস্ব আয় ও উন্নয়নসহ মোট আয় ধরা হয়েছে ৯৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রারম্ভিক স্থিতি হিসেবে ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৩৯১ টাকা।
সব মিলিয়ে মোট আয় দাঁড়ায় ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। সমপরিমাণ অর্থ ব্যয় হিসাবেও ধরা হয়েছে। যা একটি ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে উল্লেখ করেন তিনি।
বাজেট উপস্থাপনকালে আয় ও ব্যয়ের খাতভিত্তিক বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজস্ব আয় (উপাংশ-১) ৪১ কোটি ৮১ লাখ টাকা, রাজস্ব আয় পানি (উপাংশ-২) ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ২ কোটি টাকা, মূলধন হিসাব ২০ লাখ টাকা, আইইউজিআইপি প্রকল্প ১ কোটি টাকা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ১ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্প ১০ কোটি টাকা, আরইউটিডিপি প্রকল্প: ২৫ কোটি টাকা, এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৮০ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
বিডি/ও