অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’: ‘জ্বীন-৩’ সিনেমায় নুসরাত ফারিয়া

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’: ‘জ্বীন-৩’ সিনেমায় নুসরাত ফারিয়া

TheBusinessDaily

Published : ২০:৩৯, ৯ জুলাই ২০২৫

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন সিনেমা ‘জ্বীন-৩’ নিয়ে। দীর্ঘ নীরবতার পর ‘জ্বীন-৩’-এর পোস্টার শেয়ার করে নিজের উপস্থিতি জানান দেন এই জনপ্রিয় অভিনেত্রী।উল্লেখ্য, গত ১৮ মে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর দীর্ঘ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত ছিলেন। তবে সম্প্রতি নিজের অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’-এর পোস্টার শেয়ার করে তিনি লেখেন, এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়তে থাকে।

অনেকেই কমেন্টে ফারিয়াকে শুভেচ্ছা জানান এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেন।একজন অনুরাগী মন্তব্য করেন,“অসাধারণ এক ভয়ংকর থ্রিলার উপস্থাপন করলেন আপনি! ‘জ্বিন ৩’ নিয়ে আপনার এই পোস্ট কৌতূহল বাড়িয়ে দিলো অনেক। ভয়ের রোমাঞ্চ আর ডিজিটাল মুক্তির খবরটা অসাধারণভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল।”  ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন সজল, নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।‘জ্বীন’ ও ‘জ্বীন-২’-এর জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত ‘জ্বীন-৩’ এখন ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত। 

ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায়ের পর আবারও অভিনয়ে ফেরা নুসরাত ফারিয়ার জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময়। দর্শকদের আগ্রহ এবং সিনেমার গল্পের ভয়ের রোমাঞ্চ কতটা সাড়া ফেলবে, তা সময়ই বলে দেবে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement