শীতকালে চাহিদাসম্পন্ন লাভজনক ৭ পণ্য

Published : ১৩:৫৯, ২৭ নভেম্বর ২০২৪
শীতকালে কিছু নির্দিষ্ট পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। সঠিকভাবে এসব পণ্য বাজারজাত করতে পারলে ব্যবসায় লাভ নিশ্চিত।
আসুন জেনে নেই শীতকালে চাহিদাসম্পন্ন ৭টি লাভজনক পণ্যের তালিকা।
গরম কাপড়
শীতকাল মানেই সোয়েটার, জ্যাকেট, উলের টুপি, মাফলার, এবং মোজা। এগুলোর চাহিদা সর্বোচ্চ। ফ্যাশনেবল এবং আরামদায়ক গরম কাপড় সরবরাহ করতে পারলে ক্রেতা আকৃষ্ট হবে।
ময়েশ্চারাইজার ও লিপ বাম
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়, তাই ময়েশ্চারাইজার এবং লিপ বামের চাহিদা বেশি। ভিটামিন ই বা অ্যালোভেরা সমৃদ্ধ প্রোডাক্ট সবার প্রথম পছন্দ।
হট ওয়াটার ব্যাগ ও রুম হিটার
শীত থেকে বাঁচার জন্য হট ওয়াটার ব্যাগ ও ইলেকট্রিক রুম হিটার বেশ কার্যকর। বিশেষ করে শীত প্রধান অঞ্চলে এগুলোর চাহিদা সর্বোচ্চ থাকে।
শীতকালীন ফল ও সবজি
কমলা, মালটা, খেজুর, গাজর, ফুলকপি, এবং ব্রকলি শীতের বিশেষ ফসল। এসব পণ্যের সরবরাহ বৃদ্ধি করে ব্যবসায় সফল হওয়া যায়।
হট বেভারেজ প্যাকেট
চা, কফি, হট চকলেট পাউডারের প্যাকেট ঘরে ঘরে প্রয়োজন। বিশেষ করে গ্রিন টি ও মশলা চায়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
বেডরুম অ্যাকসেসরিজ
কম্বল, থার্মাল শিট, উলের বিছানার চাদর এবং ফ্লানেল বেড কভার শীতে অনেকের পছন্দের তালিকায় থাকে।
ফ্যাশন অ্যাকসেসরিজ
গরম হ্যান্ড গ্লাভস, কানের মাফ, এবং শীতকালীন বুটের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে।
বিডি/এন