নেইমারের জার্সি পেলেন ইমতিয়াজ, স্মারক বোতল পেলেন পলাশ

নেইমারের জার্সি পেলেন ইমতিয়াজ, স্মারক বোতল পেলেন পলাশ

স্পোর্টস ডেস্ক:

Published : ১৫:৩১, ৩ মে ২০২৫

বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়রের বিশেষ জার্সি উপহার পেলেন এলআর স্পোর্টস-এর সিইও ও গ্লোবাল অন্ট্রাপ্রনিওরস নেটওয়ার্কের কো-ফাউন্ডার ইমতিয়াজ চৌধুরী। এই বিরল উপহারটি তার হাতে তুলে দেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্রাজিল-বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতি সংযোগের অন্যতম উদ্যোক্তা রবিন মিয়া।

ইমতিয়াজ চৌধুরী বলেন, “নেইমার জুনিয়রের পক্ষ থেকে এমন এক বিশেষ জার্সি পাওয়া আমার জন্য সম্মানের। রবিন ভাইয়ের মাধ্যমে এই সংযোগটি আমার কাছে অত্যন্ত আবেগঘন।”

অনুষ্ঠানে আরেক চমকপ্রদ মুহূর্ত তৈরি হয় যখন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে নেইমারের স্বাক্ষরযুক্ত একটি কাস্টমাইজ স্মারক বোতল উপহার দেন রবিন মিয়া।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন বুম ফিল্মস-এর এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদারসহ মিডিয়া ও ক্রীড়াজগতের আরও অনেকে।

রবিন মিয়া দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়া জগতের সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে ব্রাজিলীয় ফুটবল তারকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তার মাধ্যমেই নেইমারের জার্সি ও স্মারক উপহার বাংলাদেশের গুণী ও তারকাদের হাতে পৌঁছেছে।

আয়োজনটি শুধু ক্রীড়া অনুরাগীদের জন্যই নয়, বরং দুই দেশের সংস্কৃতির বন্ধনকেও আরও দৃঢ় করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement