১১ বছর পর সেন্সরে যাচ্ছে ’রানা প্লাজা’

Published : ১৬:০৮, ১৬ আগস্ট ২০২৪
প্রায় ১১ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক গার্মেন্টস কর্মী। প্রায় ১৭ দিন পর ওই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনা নিয়ে নির্মিত হয় ‘রানা প্লাজা’।
তবে বহুল আলোচিত এ সিনেমা সেন্সর সনদ না পাওয়ায় মুক্তি পায়নি। নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেননি।
২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে হাইকোর্টে রিট করেন নির্মাতা। পরের বছর ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন নিষেধাজ্ঞা আসে প্রদর্শনীতে।
সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল। জানা যায়, এরপর স্ট্রোকও করেন তিনি। সিনেমাটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন নির্মাতা। তবে বর্তমানে নতুন অন্তর্বর্তী সরকার আসার পর আবারও আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল।
তিনি জানান, আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি।
নজরুল বলেন, বহু চেষ্টা করেও গত ১০ বছর তারা সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাননি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ চলচ্চিত্র। অথচ পরের দিন জানানো হয়, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।
নির্মাতা বলেন, হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দ্বারে দ্বারে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি।
এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মতপ্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।
উল্লেখ্য, ‘রানা প্লাজা’র প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক সাইমন সাদিক। ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ অনেকে। প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস।
বিডি/ও