সব বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

সব বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৩:৫৫, ৩ মে ২০২৫

আজ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা একবার কমছে আবার একবার বাড়ছে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। এ সময় গরম আরও বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় ও রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement