দিনের তাপমাত্রা বাড়ার আভাস

দিনের তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৩:২৬, ৭ মে ২০২৫

সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৭ মে) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এই তাপপ্রবাহ থাকতে পারে ৫ দিন। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। প্রথমে রাজশাহী ও খুলনা অঞ্চলে হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে ছড়াতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement