শুটিং স্পটে গুরুতর আহত তটিনী

Published : ২১:০৮, ১৫ মে ২০২৫
তৌসিফ আরও বলেন, এ দুর্ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে (ম্যাক্স হাসপাতালে) নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ তার বিশ্রাম প্রয়োজন।
অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, তটিনী আপাতত ভালো আছে। তবে এখনও চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তটিনীকে কথা বলতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।