যে শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

যে শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৪:২৯, ২৮ মে ২০২৫

শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া।

দেশটি বলেছে, তেল আবিব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক।

বুধবার (২৮ মে) জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। 

তিনি আরও বলেন, তার প্রত্যাশা, ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে ফ্রান্স যে সিদ্ধান্ত নিয়েছে তা অব্যাহত রাখবে।

এক সংবাদ সম্মেলনে সুবিয়ান্তো বলেন, দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তি অর্জনের একমাত্র উপায়। আমাদের অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসেবে ইসরায়েলের অধিকার স্বীকার করতে হবে এবং এর নিশ্চয়তা দিতে হবে, যার প্রতি মনোযোগ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।’

ইসরায়েল রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়া বরাবরই উন্মুক্ত কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে আসছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার ইসরায়েলের সাথে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল। তবে তা প্রধানত বাণিজ্যের ক্ষেত্রে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। গত বছরের শুরুর দিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির সরকার। সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement