গুগলের আমন্ত্রণে জাপানে যাচ্ছেন বাংলাদেশি দম্পতি

Published : ১৪:৪১, ৫ জুলাই ২০২৫
গুগল লোকাল গাইডসের আয়োজনে আগামী ২৪-২৫ জুলাই জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপভিত্তিক সর্ববৃহৎ গ্লোবাল ইভেন্ট ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’।
বিশ্বের ১৯টি দেশ থেকে বাছাইকৃত ৫০ জন অভিজ্ঞ গুগল কন্ট্রিবিউটরের মধ্যে তারা পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। এই আয়োজনের সমস্ত ব্যয় বহন করছে গুগল।
এ সম্মেলনে অংশ নিচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী।
‘কানেক্ট লাইভ’ হচ্ছে গুগল ম্যাপস কমিউনিটির জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের ভবিষ্যৎ ফিচার ও প্রযুক্তিগত হালনাগাদ সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং সরাসরি গুগল টিমের সঙ্গে মতবিনিময় করবেন।
গুগল লোকাল গাইডস একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গুগল ম্যাপে নতুন তথ্য যোগ, ছবি-ভিডিও আপলোড, রিভিউ প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে গুগল ম্যাপকে আরও তথ্যবহুল করে তোলেন।
দীর্ঘদিন ধরেই গুগল কমিউনিটির সঙ্গে যুক্ত এই দম্পতির রয়েছে একাধিক অর্জন। পাভেল সারওয়ার ২০১৭ সালে গুগলের আমন্ত্রণে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে অংশ নেন।
সেখানেই তাকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করে গুগল। ২০২১ সালে তিনি "কমিউনিটি বিল্ডার" ক্যাটাগরিতে ‘গাইডিং স্টার অ্যাওয়ার্ড’ পান।
অন্যদিকে, সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে "হেল্পফুল হিরো" ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি গুগল লোকাল গাইডস কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৬-২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে চারবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন এবং ২০২৩ সালে টোকিওতে অনুষ্ঠিত মডারেটর কনভারসেশনেও অংশ নেন।
গুগল লোকাল গাইডস একাধিকবার এই দম্পতিকে তাদের অফিশিয়াল ব্লগ, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ফিচার করেছে। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবসে সুমাইয়াকে “বিশ্বের জন্য অনুপ্রেরণীয় নারী” হিসেবে উল্লেখ করে গুগল।
২০১৮ সালের ভালোবাসা দিবসে ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে তাদের নিয়ে ফিচার করে গুগল ব্লগ। একইভাবে ২০২৩ সালের ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষেও এই দম্পতিকে নিয়ে গুগল ফিচার প্রকাশ করে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার এবং উন্নয়নকর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী গুগলের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় তাদের অবদান প্রশংসনীয় বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
বিডি/ও