মিশিগানে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

মিশিগানে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৮:০৫, ২৭ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগানে আব্দুল আহাদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তবে তারা কোন দেশের তা জানা যায়নি। 

রোববার (২৫ মে) রাতে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আহাদের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামে। তিনি মিশিগানের ডেট্রয়েট সিটির বাসিন্দা। সোমবার বাদ মাগরিব তার জানাজা সম্পন্ন হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তাদের কাছে কিছু তথ্য রয়েছে। তদন্ত চলছে এবং যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement