ঢাকা, ১২ জুলাই: রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা, দেশজুড়ে চাঁদাবাজি, দখলদারি এবং সহিংসতার বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়। শনিবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অতিক্রম করে শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন সব স্লোগানে মুখর করে তোলেন শাহবাগ এলাকা। সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, জুলাইয়ের ছাত্র-জনতা এখনো ঘরে ফেরেনি। একসময় মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছিল তৎকালীন সরকার, আর এখন সেই মিডিয়াগুলো অবস্থান পরিবর্তন করে অন্য রাজনৈতিক
শক্তির কোলজুড়ে বসেছে। তিনি বলেন, মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও খুনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চলছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নামে যারা সহিংসতা ও সন্ত্রাসে মদদ দিচ্ছে, তাদের প্রতিরোধও ছাত্রসমাজ গড়ে তুলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান স্পষ্ট করেছে যে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে জানে। সেই ঐক্য আজ আবার গড়ে তুলতে হবে। মুখোশধারী চাঁদাবাজদের ও নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে সম্মিলিত লড়াইয়ে নামতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে চাঁদাবাজি, রাজনৈতিক দখলদারি এবং সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাজের নেতৃত্বে একটি সার্বজনীন ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা এসব অপশক্তির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।