গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডা. সজীবুল হাসানের পিএইচডি অর্জন

গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডা. সজীবুল হাসানের পিএইচডি অর্জন ডা.সজীবুল হাসান

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:

Published : ১১:৫৭, ৪ আগস্ট ২০২৫


গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রিক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. সজীবুল হাসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিজিওলজি বিভাগ থেকে এই ডিগ্রি লাভ করেন।

সম্প্রতি বাকৃবির ৩২৮তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার বিষয় ছিল- বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের রক্তের জৈব রাসায়নিক উপাদান এবং প্রজনন তন্ত্রের ওপর মাইক্রোপ্লাস্টিক থ্যালেটের প্রভাব।

‘Impact of Prenatal Exposure to Environmentally Relevant Phthalate Mixture on Haemato-Biochemical and Reproductive Parameters of Black Bengal Goats in Bangladesh’ শিরোনামে এই গবেষণাকর্মে তিনি ব্লাক বেঙ্গল গোটের রক্ত ও প্রজননের ওপর পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ থ্যালেট মিশ্রণের প্রভাব বিশ্লেষণ করেন। গবেষণাটি তত্ত্বাবধান করেন বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া।

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা ড. সজীবুল হাসান মাধ্যমিক সম্পন্ন করেন সখিপুরের নলুয়া বি কে উচ্চবিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক শেষ করেন ঢাকা সিটি কলেজে। ২০০৯ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি লাভ করেন তিনি। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পিএইচডি অর্জন প্রসঙ্গে অনুভূতি জানিয়ে ড. সজীবুল হাসান বলেন, “ছাত্রজীবন থেকেই পিএইচডি করার প্রবল ইচ্ছা ছিল। শিক্ষকতা শুরু করার পর সেই ইচ্ছা আরও দৃঢ় হয়। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও নিজের আন্তরিক চেষ্টা ও পরিশ্রমে আমি সফল হয়েছি। আমি মনে করি, পিএইচডি শুধু একটি ডিগ্রি নয় -এটি গবেষণার চাবিকাঠি, যার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির উপকারে আসা যায়।”

গবেষণায় আগ্রহী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনার্স ও মাস্টার্সের প্রতিটি শিক্ষার্থী, যে সেক্টরেই থাকুক না কেন, গবেষণাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, গবেষণাই একমাত্র উপায়, যার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করে তার বাস্তব প্রয়োগ অনুধাবন করা সম্ভব।”

উল্লেখ্য, ড. সজীবুল হাসান ২০১৭ সালের ১ জুন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে প্রিক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ
Advertisement