শূন্য থেকে শুরু, আজ মিলিয়ন ডলারের ব্যবসা—উদ্যোক্তা শাকিব উদ্দিনের অনুপ্রেরণার গল্প

Published : ০২:৫৩, ৫ আগস্ট ২০২৫
গ্রামের এক সাধারন তরুণ থেকে হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের উদ্যোক্তা। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের ছেলে শাকিব উদ্দিন আজ দুবাইয়ের সফল ব্যবসায়ী। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’ এখন মিলিয়ন ডলারের একটি মার্কেটিং এজেন্সি, যার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বড় বড় ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানির মার্কেটিং পরিচালনা।
অসহায় অবস্থা থেকে শুরু
জীবন বদলের স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান শাকিব। তখন হাতে কোনো পুঁজি ছিল না, ছিল কেবল ইচ্ছাশক্তি। প্রথমদিকে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। কাজের সন্ধানে দিনের পর দিন ঘুরেও উপার্জনের পথ মেলেনি। তিনি বলেন, “শুরুর দিকে কিছুই ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না।”
দক্ষতা অর্জন ও নতুন দিগন্তের সূচনা
এই দুঃসময়েই শাকিব নিজেকে গড়ার সিদ্ধান্ত নেন। তিনি মার্কেটিং ও ট্রেডিংয়ের উপর প্রশিক্ষণ নিতে শুরু করেন। নিজের প্রচেষ্টায় একে একে শিখে ফেলেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, কনটেন্ট স্ট্র্যাটেজি ও ক্লায়েন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দীর্ঘ সময়ের প্রস্তুতি শেষে তিনি গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড।
এই এজেন্সির মাধ্যমে তিনি বিশ্ববাজারে জনপ্রিয় বহু ট্রেডিং ও ক্রিপ্টো কোম্পানির মার্কেটিং সেবা দিয়ে থাকেন। পাশাপাশি দুবাইয়ের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন ফ্ল্যাট বিক্রির মার্কেটিং পার্টনার হিসেবে।
মিলিয়ন ডলারের উদ্যোক্তা
বর্তমানে শাকিবের প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ মিলিয়ন ডলারের বেশি। তার এজেন্সিতে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের জন্য ডিজিটাল সল্যুশন দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি কেবল নিজের জন্যই নয়, বরং অন্যান্য প্রবাসীকেও কাজের সুযোগ তৈরি করে দিচ্ছেন।
হাজারো প্রবাসীর অনুপ্রেরণা
শাকিব উদ্দিন বলেন, “দেখতে-দেখতে ১২ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এখন আমি একজন সফল মার্কেটার।" তিনি মনে করেন, পরিশ্রম, দক্ষতা আর সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামের সাধারণ একজন তরুণও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করতে পারেন।
দুবাইয়ে অবস্থান করা এই সফল উদ্যোক্তা এখন হাজারো প্রবাসীর প্রেরণার উৎস। শাকিব উদ্দিনের এই গল্প আমাদের দেখায়—উদ্যোগ আর চেষ্টা থাকলে সীমান্ত নয়, সাফল্য নির্ধারণ করে আত্মবিশ্বাস।