ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভকারীরা

ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:৫৭, ১৭ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে নগর ভবনে সামনে জড়ো হয়েছেন ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকপন্থিরা।

শনিবার (১৭ মে) সকাল ৯টার পর থেকেইৃ নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা৷ হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানান তারা ৷

সেখানে তারা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দুর্ভোগে পড়েন এ রাস্তায় চলাচল করা মানুষ।

পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। গুলিস্তানের গোলাপশাহ মাজার দিয়ে জিরোপয়েন্ট হয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন আন্দোলনকারীরা। পরে মিছিলটি নগর ভবনে এসে শেষ হয়। দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। 

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement