সামন্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থী

সামন্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থী

রংপুর প্রতিনিধি:

Published : ১৪:৩৪, ১৭ মে ২০২৫

সামন্য বৃষ্টি হলেই ডুবে যায় বিদ্যালয়ের মাঠ। জমে হাঁটু পরিমাণ পানি। পাশাপাশি বিদ্যালয়ের দুপাশের বাজারের পানিও আসে মাঠটিতে। ফলে বছরের অধিকাংশ সময় পানিতে নিম্মজিত থাকে মাঠটি।

অনেক সময় পানিতে পড়ে শিক্ষার্থীদের বই খাতা ও পোশাক নষ্ট হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন দুরাবস্থা সৃষ্টি হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের মাঠে। 

দীর্ঘদিনের এ সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোন সুফল মেলেনি। সংশ্লিষ্টরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। মাঠে হাঁটুপানি জমে থাকে। অনেক সময় শিক্ষার্থীরা কাঁদা পানি ভরা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়। আবার আনেক দিন পর পানি কমে গেলে ঘাস পচে দুর্গন্ধ ছড়ায়। বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। 

কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, মাঠটি পানিতে টইটম্বুর। কিছুটা উঁচু থাকায় পানি থেকে রেহাই পেয়েছে শ্রেণি ও অফিস কক্ষ। হাঁটুপানি পেরিয়ে আসা শিক্ষার্থীদের পাঠদান চলছে সেখানে। তবে অনেক শিক্ষার্থী আসেনি। মাঠে জমে থাকা কাঁদা পানির কারণে শিক্ষার্থীরা সমাবেশ ও খেলাধুলা করতে পারে না। 

বিদ্যালয়টির দশম শ্রেণির শিক্ষার্থী দিলরুবা আক্তার বলেন, মাঠে পানি থাকার কারণে আমরা সমাবেশে অংশ নিতে পারি না। টিফিন টাইমে খেলাধুলা করতে পারি না। একই ভাষ্য অন্যান্য শিক্ষার্থীদের। 

স্থানীয়রা বলেন, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, গ্রামের ছেলে-মেয়েরাও খেলাধুলার জন্য মাঠটি ব্যবহার করতে পারছে না। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ সময়ে মাঠে পানি থাকে। এ সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, রাস্তা থেকে মাঠটি নিচু। বিদ্যালয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে বাজার। বাজারের পানি গড়িয়ে বিদ্যালয়ের মাঠে এসে জমে। বর্ষা শুরুর আগেই বিদ্যালয়ের মাঠটি সংস্কার ও মাটি ভরাট করে উঁচু করার দাবি জানান তিনি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement