উলিপুরে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৪ নেতার পদত্যাগ

উলিপুরে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৪ নেতার পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

Published : ১৭:০৩, ১৭ মে ২০২৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর পৌরশহরের হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ৪ জন নেতাকর্মী পদত্যাগ করেন। 

তারা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার, যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু ও সদস্য আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ধরনী বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গা বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন।

পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। কিন্তু তাকে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক মনোনীত করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি সহিদুর রহমানকে সদ্য ঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। 

তিনি আরো বলেন, ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামী সমর্থিত ও আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি'র কর্মীদেরকে পদ-পদবী বন্টন করা হয়েছে। এই কমিটি প্রত্যাক্ষাণ করাসহ ধিক্কার ও নিন্দাজ্ঞাপন করছি। অনতিবিলম্বে এই সদ্যঘোষিত কমিটি ২টি বাতিলপূর্বক পূনরায় ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ম›জু, সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ প্রমুখ।

এ বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। বিগত দিনে আমি পৌর বিএনপির সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলাম। উলিপুরের মানুষ জানে দীর্ঘদিন ধরে কারা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা কমিটি ত্যাগীদের মূল্যায়ন করেছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখনো পদত্যাগের কোন পত্র হাতে পাইনি। যারা যোগ্য তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে। অর্থের বিনিময়ে কমিটি দেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যারা বলেছে তাদেরকেই বিষয়টি প্রমাণ করতে হবে। উলিপুরে বিবাদমান দুইটি গ্রুপ রয়েছে। মান অভিমান থাকবেই।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement