শাহবাগে জুলাই ঐক্যের সমাবেশ আগামীকাল 

শাহবাগে জুলাই ঐক্যের সমাবেশ আগামীকাল 

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:৪২, ২৪ মে ২০২৫

আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ নিজেদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (২৩ মে) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের ফেসবুক পেজে এ কর্মসূচির কথা জানানো হয়।

এক পোস্টে বলা হয়, জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে আগামীকাল রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। 

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে গত ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়। 
 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement