কারওয়ানবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

Published : ১২:৪০, ২০ মে ২০২৫
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ানবাজার মেইনরোড পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মোক্তার মিয়া (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি কারওয়ানবাজার এলাকায় থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মধু মিয়া জানান, রাতের দিকে মোক্তার মিয়া কাজ শেষে হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন। সে সময় কারওয়ানবাজারের মেইন রোড পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি/ও