বনানীতে লরিচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

বনানীতে লরিচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৩:৪১, ২৫ মে ২০২৫

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় আশফাক রহমান ও আসিফ মাহমুদ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেস রেম্পের কাছে মোটরসাইকেলকে চাপা দেয় উত্তরাগামী একটি লরি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নাম-পরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement