দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরে

দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি:

Published : ১৩:০২, ১২ মে ২০২৫

দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বিট এলাকায় দেশে প্রথম দেখা মিলেছে বিপন্ন প্রায় বিরল প্রজাতির উদ্ভিদ বন খেজুর গাছ। বাংলাদেশে এই প্রথম কোনো বন খেজুর গাছের সন্ধান পাওয়া গেল বলে জানিয়েছেন বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞগণ।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ফরেস্ট বিটের আওতাধীন কৈকুড়ী পাটাবন এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির এই বন খেজুর গাছের।

রোববার (১১ মে) বিরল প্রজাতির উদ্ভিদ খুদি বা বন খেজুর গাছটি পরিদর্শন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাইদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মোশারফ হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন ও ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ধর্মপুর বিটের বন কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বিট এলাকায়।

বিশেষজ্ঞগণ বলেন, বিরল প্রজাতির এই উদ্ভিদ খুদি বন খেজুর গাছটির বিজ্ঞানসম্মত নাম হল ফনিক্স অ্যাকুলিশ। সারাদেশে এই গাছটির আর কথাও দেখা যায়নি। এবারেই প্রথম বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বিট এলাকায় সন্ধান পাওয়া গেল। পরিবেশের জন্য এই বন খেজুর গাছটির গুরুত্ব অপরিসীম। এটিকে সংরক্ষণ করা একান্ত জরুরি।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, খেজুর গাছটি সংরক্ষণের জন্য সরকার তথা বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement