যে মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া

Published : ২০:১৬, ১৮ মে ২০২৫
পুলিশ জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, তিনি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন চেকের সময় তার নামে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য ওঠে আসে। ফলে আইন অনুযায়ী, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ অক্টোবর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ মুজিবের চরিত্রে ছিলেন আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা।
এদিকে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার দেখাদেখি দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও।
বর্তমানে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় রাখা হয়েছে এবং মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।