দিনাজপুরে বাস খাদে পড়ে হেলপার নিহত

Published : ১৬:২৬, ৭ জুলাই ২০২৫
দিনাজপুরে সড়ক দুঘর্টনায় সুকুমার রায় (৪৫) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুঘর্টনা ঘটে। নিহত শুকুমার রায় রংপুর সদরের সাতগাড়া এলাকার জনবি মহন্তের ছেলে।
এলাকাবাসী ও বাসের যাত্রীরা বলেন, পঞ্চগড় থেকে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
বিডি/ও