১৯ জুলাইয়ের সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জামায়াতের

১৯ জুলাইয়ের সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৯:৫৩, ৭ জুলাই ২০২৫

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের ঘোষিত ৭ দফা বাস্তবায়নে আগামী ১৯ জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে, দিন শেষে মানুষের জন্য কাজ করেছেন এমন দল এবং শাসন আমরা খুব কম পেয়েছি। যার ফলে ৫৪ বছর পরেও এখন আমাদেরকে বেকারত্ব গ্রাস করছে। প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এখনও মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এখনো মানুষের মৌলিক চাহিদা ঠিকমতো পূরন হচ্ছে না।

৫ আগস্টের বিপ্লবের পরে মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষ আজ বলতে শুরু করেছে, ‘সব দলকে দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’।

থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিতে থানা নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চুর যৌথ পরিচালনায় মিছিল ও সমাবেশ আরও উপস্থিত ছিলেন- ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, থানা বায়তুলমাল সম্পাদক মোঃ মজিবুর রহমান, ডিয়াবাড়ি ওয়ার্ডের সভাপতি জুলফিকার রহমান, ওয়ার্ড সভাপতি ওয়ারিছ উদ্দিন মুরাদ, থানা যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি তুরাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement