শিবালয়ে তারেক রহমানের ৩১ দফা নিয়ে প্রচারণা সভা

Published : ০১:৫৪, ৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ইউনিয়ন, ওয়ার্ড , পর্যায়ে চসে বেড়াচ্ছেন তিনি ।
তিনি তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিয়ে শত শত নারী পুরুষ উপস্থিত হয়েছেন এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করছে । বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করছে ।
রবিবার ( ৩ আগস্ট ) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে সারাশীন ঈদগাঁ মাঠে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারন জনতা পথ সভায় উপস্থিত হয়।
তিনি অরো বলেছেন, আওয়ামী ভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। গত ১৬ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদী আওয়ামী দোসর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে । তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ ভাবে প্রতিহত করতে হবে । বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের এজেন্টদের হুশিয়ারি দিয়ে বলেন,বিএনপির মধ্যে কোন বিভেদ নাই যারা বিভেদ সৃষ্টি করতে চান এখনো সময় আছে ভালো হয়ে যান।
তিনি অরো বলেছেন, স্বাধীনতা রিরোধী জামায়াত দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।
তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও রাইজুদ্দিন মোল্লা এর সঞ্চালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ , শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো: মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপি'র,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহাদেবপুর ইউনিয়ন পরিযদ চেয়ারম্যান মো :শাহজাহান, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুজ্জামান মাবুল, সহসভাপতি দিদারুল ইসলাম দিপু , সহ-সভাপতি রেজাউল করিম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ঘিওর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , শিবায়ল উপজেলা যুবদলের আহবায়ক আবু হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, প্রমূখ,সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।