গাজীপুর ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন, সভাপতি রনি ও সম্পাদক ফাকরুল

গাজীপুর ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন, সভাপতি রনি ও সম্পাদক  ফাকরুল

The Business Daily Desk

Published : ১৮:৪১, ৪ আগস্ট ২০২৫

গাজীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গাজীপুর ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গাজীপুরের অন্যতম পরিচিত সংগঠন গাজীপুর ক্লাব লিমিটেড নতুন নেতৃত্ব পেল। ক্লাবের ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২ জুলাই) গাজীপুর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করিম রনি, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফাকরুল ইসলাম। সারাদিনব্যাপী আয়োজনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, গত এক বছরের কর্মকাণ্ড এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। সদস্যরা ক্লাবের সাংগঠনিক অগ্রযাত্রাকে গতিশীল করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সক্রিয় অংশ নেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: আ ক ম মোফাজ্জল হোসেন,কোষাধ্যক্ষ: মো. আক্তার হোসেন, নির্বাহী সদস্যবৃন্দ:মো. মেহেদী হাসান এলিস,মো. সাইফুল ইসলাম,মো. লুৎফর রহমান (লাতু),মোহাম্মদ শাহাদাত হোসেন (শাহীন), মো. আব্দুল রউফ বাবুল, মির্জা মইন উদ্দিন, খান জাহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম গাজী, আলহাজ শেখ মোহাম্মদদেলোয়ার হোসাইন ,মো. জাহাঙ্গীর আলম,মো. খোরশেদ আলম ,প্রকৌশলী আজমল খন্দকার সায়েম

গঠিত এই কমিটির সদস্যরা আগামী তিন বছর ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবেন। সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সংস্কার ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গাজীপুর ক্লাব লিমিটেড শুধু একটি সংগঠন নয়, বরং এটি স্থানীয় সমাজের সার্বিক উন্নয়নের একটি মঞ্চ। নতুন কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এটি আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।মিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ
Advertisement