আজও অবরুদ্ধ এনবিআর, চলছে শাটডাউন কর্মসূচি

আজও অবরুদ্ধ এনবিআর, চলছে শাটডাউন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৬:২২, ২৮ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজও অবরুদ্ধ অবস্থায় রয়েছে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়। আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদেরসহ কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সকল সেবা বন্ধ রয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে কিছু কর্মকর্তা প্রবেশ করতে পারলেও বেলা ১১টা থেকে এনবিআরের প্রধান গেট বন্ধ করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ সব পর্যায়ের নেতারা গেটের সামনের রাস্তায় অবস্থান করছেন। 

তারা বলছেন, পরিষদের নেতাদের এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা প্রদান করায় গেটের সামনে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান গ্রহণ করেছি। এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না। আজ ঢাকাসহ দেশের অন্যান্য অফিস থেকেও কর্মকর্তা-কর্মচারীরা আসছেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

এর আগে গত ২৬ জুনও এনবিআরের প্রধান কার্যালয়ের গেট বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

এদিকে গতকাল অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারে অনুরোধ করা হলেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে শনিবার শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে।

গত ২৬ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আমন্ত্রণ না জানানোয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে।

এছাড়া সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে।

গত ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। ফলে ২৬ মে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর।

তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও অসহযোগিতা করার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement