কান উৎসবে গাজা গণহত্যার নিন্দা বিশ্ব তারকাদের

Published : ১৪:১১, ১৪ মে ২০২৫
‘গাজায় গণহত্যা চলাকালীন আমরা চুপ করে থাকতে পারি না’—বেশ ক’জন ফিলিস্তিনিপন্থীর উদ্যোগে এই চিঠি প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র ‘লিবারেশন’ ও মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্ক রাফালো, গাই পিয়ার্স, রাল্ফ ফিয়েনেস, মেলিসা বারেরা, ইয়োরগোস ল্যান্থিমোস, জাভিয়ের বারডেম, হান্না আইনবিন্ডার, পেড্রো আলমোদোভার, ডেভিড ক্রোনেনবার্গ, আলফোনসো কুয়ারন, মাইক লেই, অ্যালেক্স গিবনি, ভিগো মরটেনসেন, সিনথিয়া নিক্সন, রুবেন অস্টলুন্ডসহ আরও অনেকে।
চিঠিতে তাঁরা ইসরায়েলি বিমান হামলায় গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনার মৃত্যুর নিন্দা জানিয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার (১৫ মে) উৎসবে ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি পরিচালিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামের একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন এই ফটোসাংবাদিক।