বিনোদন অঙ্গনের কারো সঙ্গে প্রেম করা হয় নি সামিরা খান মাহি

Published : ১৮:৩৭, ১২ মে ২০২৫
ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে মাহির।
গেল কয়েক বছরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন সামিরা খান মাহি। সম্প্রতি একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সমালোচনার মুখেও পড়তে হয়েছে একাধিকবার। বৃহস্পতিবার হঠাৎ মাহি জানান, প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। এরপর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। সেই প্রেম নিয়ে আবারও মুখ খুললেন মাহি। জানালেন সম্পর্ক ভাঙেনি।
সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’
কোন চরিত্রগুলো আপনাকে বেশি টানে?
যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই জানেন, আমি চরিত্রের প্রতি গুরুত্ব দিই। ব্যতিক্রম চরিত্রে কাজ করতে ভালোলাগে। গ্ল্যামার ক্যারেক্টার করতে হবে এমনটা না। আমার ক্ষেত্রে স্ক্রিপ্ট ক্যারেক্টার ম্যাটার করে। এছাড়া আমার কাছে নির্ধারিত কোনো চরিত্র নেই। কিন্তু যে চরিত্রটা আমার লাইফ থেকে ব্যতিক্রম, সে রকম চরিত্র করতে অনেক ভালো লাগে।
দর্শকদের উদ্দেশে কি বলবেন?
আমরা যতোই কাজ করি না কেনো, দিন শেষে দর্শকরাই আমাদের অনুপ্রেরণা দেয়। উনারাই দেখে। খারাপ করলে তারা আমাদের বকা দেন। ভালো করলে বাহবা দেন। এটুকু বলবো আপনারা বাংলা নাটক দেখুন।