"ওয়েব সিরিজ মানেই গালিগালাজ" — ওটিটি কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ

Published : ২২:২২, ৬ জুলাই ২০২৫
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন তো প্রায় সব ওয়েব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়, তাও কোনো যুক্তি ছাড়াই। এটা একেবারে সস্তা প্রচার কৌশল—দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি মনে করেন, এই ধারা অব্যাহত থাকলে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। তার ভাষায়,
“দর্শকরা এখন বিরক্ত হয়ে যাচ্ছেন। নির্মাতারা যদি এর সমাধান না খোঁজেন, তাহলে সরকারকে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে ।
পরেশ রাওয়াল আরও বলেন,
এর আগে ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন পরেশ রাওয়াল। যদিও পরে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ‘বাবু ভাইয়া’ চরিত্রে ফিরে আসার কথা জানান।
তার সর্বশেষ এই মন্তব্য ওটিটি কনটেন্টের মান ও সেন্সরশিপ ইস্যুতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
সিনেমা বা সিরিজে আমরা বাস্তব জীবনের গল্প বলি ঠিকই, কিন্তু সেটিকে কীভাবে উপস্থাপন করব, সেটা আমাদের বিবেচনার বিষয়। সবকিছু হুবহু দেখাতে হবে এমন নয়। অনেক কিছু ভদ্রভাবে বা উপদেশমূলক উপায়ে দেখানো যায়।