তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, সঙ্গে আকাশে আলোর ঝলকানি

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, সঙ্গে আকাশে আলোর ঝলকানি

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৩:১৩, ২৮ জুন ২০২৫

টানা ১২ দিনের সংঘাত শেষে গত মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। এর মাঝেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের এসলাম শাহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। 

শনিবার (২৮ জুন) প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

এদিকে যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement