গেজেট প্রকাশ হলো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান নিয়ে

গেজেট প্রকাশ হলো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান নিয়ে

TheBusinessDaily SK

Published : ১৫:১৮, ১২ মে ২০২৫

এখন থেকে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে আর কোনও বাধা থাকলো না। দলের কার্যক্রম নিষিদ্ধ হলে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণার সুযোগ বন্ধ করা হয়েছে এই আইনের সংশোধনীতে।

দল বা সংগঠনের (সত্তার) কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংশোধন করেছে সরকার। রবিবার (১১ মে) ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর গেজেট প্রকাশ করেছে 

আইনের ধারা ২০ এর সংশোধন

উক্ত আইনের ধারা ২০ এর () উপ-ধারা () উল্লিখিতযদি কোনও ব্যক্তিকে ধারা ১৮ এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনও সত্তাকে নিষিদ্ধ করা হয়শব্দগুলো সংখ্যার পরিবর্তেযদি কোনও ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা () বর্ণিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়শব্দগুলো, সংখ্যাগুলো বন্ধনী প্রতিস্থাপিত হইবে; () উপ-ধারা () এর- () দফা ()-তে উল্লিখিতনিষিদ্ধশব্দের পরিবর্তেউক্তশব্দ প্রতিস্থাপিত হইবে; এবং () দফা () এর পরিবর্তে নিম্নরূপ দফা () প্রতিস্থাপিত হইবে, যথা:- () উক্ত সত্তা বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনও প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনও মাধ্যমে যেকোনও ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।

() উপ-ধারা () উল্লিখিতনিষিদ্ধশব্দের পরিবর্তেউপ-ধারা () উল্লিখিতশব্দগুলো, সংখ্যা বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

() উপ-ধারা () উল্লিখিততালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংঘটনেরশব্দগুলোর পরিবর্তেধারা ১৮ এর উপ-ধারা () এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এরূপ কোনও ব্যক্তি বা সত্তারশব্দগুলো, সংখ্যাগুলো বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

শেয়ার করুনঃ
Advertisement